শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৮ এএম
জাবিতে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনী। প্রবা ফটো
ছাত্র-জনতার ওপর নৃশংস ‘গণহত্যা’ চালানোর দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে ভাষণ দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত
সাড়ে নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই প্রদর্শনী করা হয়।
এতে জাহাঙ্গীরনগর
বিশ্বিবদ্যালয়সহ সারা বাংলাদেশে জুলাই গণহত্যার বিভিন্ন চিত্র, ভিডিও, ডকুমেন্টরি ও
আন্দোলনের বিভিন্ন খণ্ডাংশ এবং চিত্র প্রদর্শন করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, ‘আমরা গতকালকে (বুধবার) শুনতে পাই পলাতক স্বৈরাচার
ফ্যাসিস্ট হাসিনা ভারতের মাটিতে বসে বক্তব্য দিবে। এর প্রতিবাদে জুলাইকে আন্দোলনকে
আবার স্মরণ করার চেষ্টা করা হয়। সারাদেশেই আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
কর্মসূচি ছিল। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীর
আয়োজন করা হয়। এখানে আন্দোলনের বিভিন্ন চিত্র, ভিডিও, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল বার্তা হল- খুনি হাসিনা এ দেশে সশরীরে অথবা অনলাইনে
বক্তৃতার মাধ্যমে যতবারই ফেরত আসতে চাইবে ততবারই আমরা রুখে দিব।’