বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দ দেওয়া রুম আদায়ের দাবিতে প্রশাসন ভবনের সামনে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষা সবার অধিকার, স্পোর্টস সায়েন্স কেন বঞ্চিত বারবার, কোথায় পড়ব কোথায় শিখব? ক্লাসরুম চাই, ক্লাসরুম চাই, সবার নাই ক্লাসরুম, ইবি প্রশাসন দিচ্ছে ঘুম, আমাদের অধিকার ক্লাসরুম দিতে হবে, অন্য বিভাগ স্বর্গে, স্পোর্টস সায়েন্স কেন মর্গেÑ ইত্যাদি স্লোগান প্ল্যাকার্ডে লিখে শিক্ষার্থীরা প্রদর্শন করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগের যাত্রা শুরু হয় এবং ক্রমান্বয়ে ব্যাচ সংখ্যা বাড়ায় অনেক জটিলতা তৈরি হয়েছে। গত ৮ অক্টোবর অনুষদ ভবনের তৃতীয় তলার ৩০১, ৩০২, ৩৩৭, ৩৩৭(ক), ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয় শারীরিক শিক্ষা বিভাগকে। তবে তিন মাস পার হয়ে গেলেও রুম এখনও হস্তান্তর করা হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রক্টর স্যার ও চেয়ারম্যান স্যার আমাদের আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু তিন মাস আগেও অনুরূপ ঘটনা হওয়ায় আজকের মধ্যেই আমরা রুম হস্তান্তর চাই। অন্যথায় পরবর্তী সময়ে আমরা কঠোর কর্মসূচি দেব।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের বিভাগটি চালুর পর থেকেই অবহেলিত ছিল। বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনে জায়গা না পেয়ে জিমনেশিয়ামে আমাদের ক্লাস করতে দেওয়া হয়। রবীন্দ্র-নজরুল ভবনের কাজ চলমান থাকায় আমরাও ধৈর্য ধরেছিলাম। ভবনের কাজ শেষ হয়েছে। আমাদের ক্লাসরুম না দিয়ে দেওয়া হয়েছে অন্যান্য বিভাগকে। শেষে অনুষদ ভবনে আমাদের দেওয়ার কথা থাকলেও অন্যান্য বিভাগ সেসব রুম দখল করে রেখেছে। আমরা আমাদের বরাদ্দকৃত ক্লাসরুমে ক্লাস করতে চাই।
প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় ক্লাসরুমের দাবিতে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে আমরণ অনশন পর্যন্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া একই দাবিতে মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করেছে সমাজকল্যাণ বিভাগ।