খুলনা অফিস
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার। ছবি : সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যার এক সপ্তাহ অতিবাহিত হয়েছে। কিন্তু হত্যার কারণ এখনও উদ্ঘাটন করা যায়নি। তদন্তে কোনো ক্লু পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু।
এদিকে অর্ণব হত্যার প্রতিবাদে শুক্রবার (৩১ জানুয়ারি) নগরীতে বিক্ষোভ মিছিল ও কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অর্ণব হত্যা মামলায় প্রথমে তার বন্ধু গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। তার দুই দিনের রিমান্ডও শেষ হয়েছে। তবে তার কাছ থেকে কী ধরনের তথ্য পাওয়া গেছে, তা পুলিশ প্রকাশ করেনি। এ ছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑ সোনাডাঙ্গা আদর্শপল্লী এলাকার মো. রমজান শেখ ও মুন্সিপাড়া এলাকার জাহেদুল ইসলাম তুরান।
অর্ণবের বাবা নিতিশ শীল জানান, তার ছেলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিল। ২৪ জানুয়ারি রাতে মোটরসাইকেলে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে পৌঁছালে তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর ২৫ জানুয়ারি তিনি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।
গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে আজিমুল ইসলাম জিম, সাজ্জাদুল ইসলাম আজাদ, জহিরুল ইসলাম তানভীর ও মো. আরিফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
সেখানে ছাত্রনেতারা অভিযোগ করেন, খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ কার্যত কোনো তৎপরতা দেখাচ্ছে না।