× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লিন ক্যাম্পাস শিরোনামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাতুল মুন্সী

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

অভিযানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ গ্রিন ক্যাম্পাসের সদস্যরা অংশগ্রহণ করেন

অভিযানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ গ্রিন ক্যাম্পাসের সদস্যরা অংশগ্রহণ করেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গ্রিন ক্যাম্পাসের আয়োজনে ক্লিন ক্যাম্পাস শিরোনামে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দূষিত পলিথিনমুক্ত ক্যাম্পাস স্লোগানে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার চালানো হয়।

এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে। তিনি বলেন, ‘আমরা ময়লাসহ অপরিষ্কার জায়গার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি। কিন্তু এ ময়লাটা তো আমরাই ফেলছি। ময়লা না ফেলাসহ এটা পরিষ্কার করা  কি আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে না? আমাদের সচেতনতা বাড়াতে হবে। তা হলেই পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখতে পাব আমরা।’

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে গ্রিন ক্যাম্পাসের প্রধান পৃষ্ঠপোষক চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত বলেন, ‘আমরা নিশ্চয়ই আমাদের ঘরবাড়িতে ময়লা ফেলি না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাও আমাদের ঘরবাড়ির মতো। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। শুধু একটু সচেতন হয়ে ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস করলেই হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ থেকে শুরু হওয়া এ অভিযান বিবিএ ভবন, বঙ্গবন্ধু হল, অগ্নিবীণা হল, দোলনচাঁপা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলসহ গুরুত্বপূর্ণ জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।অভিযান বিষয়ে গ্রিন ক্যাম্পাসের সভাপতি নিখিল সরকার বলেন, ‘আমরা সচেতন হলে মাঝে মাঝেই এ ধরনের অভিযান করা যায়। ক্যাম্পাস সুন্দর রাখা আমাদের দায়িত্ব।’

বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অভিযানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ গ্রিন ক্যাম্পাসের সাবেক ও বর্তমান সদস্যরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা