বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:২৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম
শাকিল আহমেদ সবুজ
অপহরণের চার ঘণ্টা পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে কুমিল্লা শহরের তোয়া হাউজিং এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারের পর শিক্ষার্থী সবুজ জানায়, রাত সাড়ে ১০টার দিকে টিউশন শেষ করে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন তিনি। তখন অপহরণকারীরা একই অটোরিকশায় অবস্থান করছিল। পরে দৌলতপুর এলাকায় আসার পর তাকে ভুল রাস্তা দিয়ে যেতে চাইলে লাফ দেন তিনি। এরপর ক্যাম্পাসে ফেরার জন্য অন্য অটোরিকশা নিলে সেখানেও অপহরণকারীরা তার পিছু নেয়। পরে তার পেটে ছুরি ধরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে তোয়া হাউজিং এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখেন। এরপর সবুজের ফোন দিয়ে পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
অপহরণকারীদের মধ্যে আটক মো. নাহিদ কুমিল্লার সাতোরা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তারা পাঁচজন মিলে সবুজকে অপহরণ করেন। বাকী চারজনের নামও পুলিশকে জানিয়েছেন তিনি। তারা হলেন– বিষ্ণপুর এলাকার মো. জিহাদ, ঝাউতলা এলাকার মো. সাইফুল, ফৌজদারি এলাকার মো. শাহিন এবং মো. আকাশ।
এসআই রাকিবুল হাসান বলেন, আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। অপহরণকারীদের একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত বাকীদের আটকের চেষ্টা চলছে।