× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:১২ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১১:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। যদিও শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কের অবরোধ তুলে নিয়েছেন। তবে কলেজের মূল ফটকের সামনে তাদের অবস্থান অব্যাহত রয়েছে। আজকের জুমার নামাজও তারা সেখানে আদায় করবেন বলে ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্য জানিয়েছে, তারা সাত দফা আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসে আশ্বাস দিলেও শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় ঘোষণার নিশ্চয়তা ছাড়া আন্দোলন থামাতে রাজি নন।

শিক্ষার্থীদের সাত দফা—

১. সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসনসুবিধা নিশ্চিত করতে হবে, অন্যথায় তাদের আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ‘আইন’ এবং ‘জার্নালিজম’ অন্তত দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

৫. উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য যোগ্য পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. গবেষণা ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠায় জমি ও বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।

অনশনরত অবস্থায় ইতোমধ্যে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে বাংলা বিভাগের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম জানান, ২৯ জানুয়ারি বিকালে শুরু হওয়া অনশন চলবে দাবি আদায় পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় ঘোষণার নিশ্চয়তা ছাড়া আন্দোলন বন্ধ করবেন না বলে জানিয়েছেন।

২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে সরকারি তিতুমীর কলেজও অন্তর্ভুক্ত ছিল। তবে অধিভুক্তির পর শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনিক জটিলতা ও শিক্ষাকার্যক্রমের বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার তারা সরাসরি কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে অনশন শুরু করেছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা অনশন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আবারও সড়ক অবরোধ করবেন। বিশেষ করে রাতের বেলায় কাঁচামালবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ছেড়ে দেওয়া হলেও, প্রয়োজনে আবারও অবরোধ করা হবে বলে তারা জানিয়েছেন।

এ আন্দোলন কতদূর গড়াবে এবং প্রশাসন কবে নাগাদ সিদ্ধান্ত নেবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা