বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:১৯ পিএম
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলক ঢেকে লাগানো হয় রসায়ন বিভাগের সম্মেলনের ব্যানার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নামের উপরে লাগানো হয়েছে রসায়ন বিভাগের আন্তর্জাতিক একটি সম্মেলনের ব্যানার। এতে ঢেকে গেছে বিশ্ববিদ্যালয়ের নাম ফলক। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে সমালোচনা। ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাম ফলক ঢেকে তার উপর কোনো ব্যানার লাগানো বিশ্ববিদ্যালয়ের প্রতি এক প্রকার অবমাননা বলেও দাবি তাদের।
সরেজমিনে দেখা গেছে, বুধবার (২৯ জানুয়ারি) রসায়ন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন: দ্বিতীয় রসায়নে সাম্প্রতিক অগ্রগতি (আই সিআরএসি-২০২৪) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানোর ধারাবাহিকতায় একমাত্র প্রধান ফটক জুড়ে একটি বড় ব্যানার লাগানো হয়েছে। এর মধ্যে প্রধান ফটকের উপরের জায়গাজুড়ে থাকা বিশ্ববিদ্যালয়ের নাম পুরো ঢেকে যাওয়ায় এটি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক কিনা সেটিই বোঝা যাচ্ছেনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এই ব্যানারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকার বিষয়টিকে সংশ্লিষ্টদের সাধারণ জ্ঞানের অভাব এবং বিবেকবোধের অভাব হিসেবে অ্যাখ্যায়িত করছেন। অনেকে আবার বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি রসায়ন বিভাগের আন্তর্জাতিক সম্মেলনের বিশ্ববিদ্যালয় এটিই এখন বুঝা যাচ্ছে না।
রাহাতুল খান নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি ফেসবুক গ্রুপে লিখেন, ‘একটি বিভাগের সম্মেলনের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ঢেকে দেওয়াটা স্বাভাবিক বিষয় না। এই দিকটি সবার খেয়াল রাখা উচিত। এমন কাজ করে বরং বিশ্ববিদ্যালয়ের অবমাননা করা হচ্ছে।’
রাইসুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রধান ফটক তেমন সমৃদ্ধ না। আবার সেখানেই ব্যানার ফেস্টুন লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢেকে দেয়াটাও অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। প্রোগ্রামের প্রচারণা করা স্বাভাবিক। তবে নাম ঢেকে ফেলার বিষয়টিতে বিশ্ববিদ্যালয়কেই এক প্রকার ছোট করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমরা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেবো। যাতে তারা সেটি দ্রুত সরিয়ে ফেলে।’