× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভাগের নাম বাস্তবায়নে ইবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম

বিভাগের নাম বাস্তবায়নে ইবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম অপরিবর্তিত রাখা ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাম বাস্তবায়নের দাবিতে একই বিভাগের শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান কর্মসূচি পালন করেছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে প্রশাসন ভবনের সামনে দুই পক্ষই এই কর্মসূচি পালন করে।

বর্তমান জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট নাম বহাল রাখার পক্ষে থাকা শিক্ষার্থীদের দাবি বিভাগের নাম অপরিবর্তিত রাখতে হবে এবং গত ২৮ অক্টোবর সংঘটিত সন্ত্রাসী ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

অপরদিকে, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাম পুনর্বহালের দাবিতে থাকা শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘ পাঁচ মাস পেরিয়ে গেলেও তাদের দাবির বাস্তবায়ন হয়নি। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় যদি তাদের দাবিকে অবহেলা করা হয়, তাহলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইসলাম বলেন, বর্তমান নামে বিভাগের পাঠ্যসূচিতে জিওগ্রাফির সঙ্গে সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিভাগ নেই, ফলে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে জিওগ্রাফির সুবিধা বেশি পাওয়া যায়।

অন্যদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, বিভাগের ৭টি ব্যাচের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী নাম পরিবর্তনের পক্ষে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা আমরণ অনশনে বসব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সিন্ডিকেট সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা