× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:২২ পিএম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক সপ্তাহ ধরে বন্ধ আছে ক্লাস ও পরীক্ষা। তাদের দাবি, সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও সকল সুবিধা থেকে বঞ্চিত তারা।

দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। প্রতিদিনই দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। 

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

২০১৭ সালে শাহজাদপুর মহিলা কলেজের একটি ভবনে অস্থায়ী কার্যক্রম শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে দ্বিতীয় ক্যাম্পাস ও একটি পার্টি সেন্টার ভাড়া করে তৃতীয় ক্যাম্পাস চালু হয়। তবে লাইব্রেরি, সেমিনার হল, খেলার মাঠ, আবাসিক হলÑ কোনো সুবিধাই পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম হাসান তালুকদার জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৯ হাজার কোটি টাকার বাজেট কমিয়ে ৬০০ কোটি করে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাতবার তাদের পরামর্শ শুনে ফান্ড কমাতে কমাতে ৯৪ শতাংশ কমিয়ে এখন ৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য, আট বছরে আমাদেরকে একটি ইটের পয়সাও দেওয়া হয়নি।

শাহজাদপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ২০০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা