× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ হবে : খুবি উপাচার্য

খুলনা অফিস

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম

খুবির ইউআরপি ডিসিপ্লিন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। প্রবা ফটো

খুবির ইউআরপি ডিসিপ্লিন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। প্রবা ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘আজকের তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ হবে। রাষ্ট্র গঠন ও জাতি গঠন একটি সমন্বিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জবাবদিহিতা এবং নেতৃত্বের গুণাবলী বিশেষ ভূমিকা রাখে। তাই রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ায় জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন।’

খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে ‘উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সেমিনার শুরু হয়। 

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে আলোচনা করেন- বাংলাদেশ ব্যাংক-পরিচালনা পর্ষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি তার দীর্ঘ আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে নানা সমস্যা ও সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় সমস্যার নাম ফ্যাসিবাদ। বাংলাদেশ সেই মৌলিক সমস্যার মুখোমুখি হয়েছিল। এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে আলোচিত বিষয় রাজনৈতিক বন্দোবস্ত। বিশেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ক্ষমতার কেন্দ্রায়িত চরিত্র যত বাড়বে, জনদুর্দশা তত বাড়বে। সুনির্দিষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনআকাঙ্ক্ষা পূরণ করাও সম্ভব হবে না।’ 

তিনি উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন- ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন ও ডিএস ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন- ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ইউআরপি ডিসিপ্লিনের প্রভাষক নূর মোহাম্মদ হা-মীম। সেমিনারে উপস্থিত ছিলেন- দুই ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা