× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবি

অনুমোদনের আগেই দরপত্র নির্মাণকাজে অনিশ্চয়তা

দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম

অনুমোদনের আগেই দরপত্র নির্মাণকাজে অনিশ্চয়তা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণকাজের সংশোধিত প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) অনুমোদনের আগেই দরপত্র আহ্বান করা হয়।

পরে প্রস্তাবনা অনুমোদন না হওয়ায় টেন্ডার প্রক্রিয়ায় এই অনিয়মের ফলে প্রায় এক বছর সময় পেরিয়ে গেলেও এসব অবকাঠামো নির্মাণের কার্যাদেশ প্রদান করা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়েই দরপত্র বাতিল করে কর্তৃপক্ষ। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি ৭০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ, দুটি ৫০০ কেভিএ জেনারেটরসহ দ্বিতীয় বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন, গ্রিন বাউন্ডারি ওয়াল নির্মাণ ও বৈদ্যুতিক লাইন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। অনুসন্ধানে দেখা যায়, এসব কাজের প্রাক্কলন ২০১৮ সালের রেট সিডিউলে অনুমোদিত হলেও দরপত্র আহ্বান করা হয় ২০২২ সালের রেট সিডিউল অনুযায়ী। এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয় শতকরা প্রায় ২২ ভাগ। আরডিপিপি অনুমোদনের আগে কীভাবে ব্যয় বাড়িয়ে দরপত্র আহ্বান করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে প্রকল্প পরিচালক দায় চাপিয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রকল্প বাস্তবায়নবিষয়ক স্টিয়ারিং কমিটির ওপর। প্রকল্প অফিস জানিয়েছে, তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এমনটি করা হয়েছিল।

এদিকে ব্যয় বাড়িয়ে তিনবার সংশোধিত প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) জমা দেওয়া হলেও তা অনুমোদন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। অপরদিকে ব্যয় না বাড়িয়ে উল্টো প্রকল্প ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রকল্পের ব্যয় বৃদ্ধি না করা ও নিয়মমাফিক দরপত্র আহ্বান না করে টেন্ডার প্রক্রিয়া দীর্ঘসময় ঝুলিয়ে রাখায় এসব অবকাঠামো নির্মাণকাজের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

এদিকে বর্ধিত অর্থ বরাদ্দ অনুমোদন পাওয়ার আগেই দরপত্র আহ্বানের বিষয়টি স্বীকার করেছেন অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) ওবায়দুল ইসলাম। তিনি জানান, তৎকালীন সরকারের প্রকল্প বাস্তবায়ন-বিষয়ক স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী প্রকল্প চালু রাখতে আরডিপিপি অনুমোদনের আগেই কয়েকটি কাজের দরপত্র আহ্বান করা হয়। এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্পের ব্যয় বৃদ্ধি করবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, বর্তমান প্ল্যানিং কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সে অনুযায়ী আবার সংশোধিত প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হবে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ‘অবকাঠামো নির্মাণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা