× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২২:৫৫ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম

অর্ণব কুমার সরকার। ছবি: সংগৃহীত

অর্ণব কুমার সরকার। ছবি: সংগৃহীত

অর্ণব কুমার সরকার (২৮) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন তেঁতুলতলা মোড়ে এই হত্যার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ণব মোটরসাইকেলযোগে সোনাডাঙ্গার তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে আসেন। এ সময় চার-পাঁচটি মোটরসাইকেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে সটকে পড়ে। গুলি অর্ণবের মাথা ভেদ করে চলে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত অর্ণব কুমার সরকার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আবু আহম্মেদ রোডের নিতিশ চন্দ্র সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। 

খুবি’র ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তথ্যমতে, অর্ণব খানজাহান আলী হলের শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর-২৩০৩১৭।

খুবি’র ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, ‘হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এই হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা প্রতিনিধি মো. মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, এ ধরনের হত্যা অবশ্যই নিন্দনীয়। পুলিশকে আরও তৎপর হয়ে প্রতিনিয়ত খুন-রাহাজানির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ‘যারা শহরকে উত্তপ্ত করার পাঁয়তারা চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সে সঙ্গে অর্ণব হত্যার রহস্য উদঘাটন করা জরুরি।’

নিহত খুবি শিক্ষার্থী অর্ণব কুমার সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে সম্পদ বলেন, ‘অর্ণব আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন কি না তা আমার জানা নেই। তবে আন্দোলনে সামনের কাতারে তাকে কখনও দেখা যায়নি। অবশ্য ছাত্র আন্দোলনের সঙ্গে থাকুক বা না থাকুক সেটা জরুরি নয়। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে এভাবে

হত্যার ঘটনা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না। এই হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা