× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববিতে দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিল ‘সহকর্মীরা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২১:০৮ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ পিএম

আসামি শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী। প্রবা ফটো

আসামি শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী। প্রবা ফটো

জুলাই মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শাহারিয়ার সানকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার ‘সহকর্মীদের’ বিরুদ্ধে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সিকিউরিটি রুমে আটকে রাখে। এ সময় সানের ‘সহকর্মীরা’ এসে তাকে রুমের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের পাশের ভোলা রোডে বিজয় মিছিল করেন।

শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে গত বছরের ২৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ১ আগস্ট পুলিশে ধরিয়ে দেওয়ার মামলায় ৮ নম্বর আসামি।

শাহারিয়ার সানকে ছাড়িয়ে নেওয়া শিক্ষার্থীরা হলেন- মেহেদী (আইন বিভাগ), আরমান (অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ), সাকিব (আইন বিভাগ), হৃদয় (ইংরেজি বিভাগ), প্রীতম (বাংলা বিভাগ), জুবায়ের (আইন), জাহিদ (সমাজবিজ্ঞান), নাহিদ (সমাজবিজ্ঞান), সিয়াম (আইন), আশরাফুল ইসলাম শিমুল (সমাজবিজ্ঞান)। এছাড়াও তাদের সঙ্গে ৪০-৫০জন ছিলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “ববির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার ঘটনার মামলার আসামি সানকে শিক্ষার্থীরা সিকিউরিটি গার্ডের কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তার ‘সহকর্মীরা’ রুমের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নেয়।”

বিশ্ববিদ্যালয় প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব। ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনওই তাদের প্রশ্রয় দেব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা