প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৬ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৪ পিএম
দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে সমাবেশ করছেন প্রাথমিকের শিক্ষকারা। প্রবা ফটো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা সাড়ে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।
সমাবেশে শিক্ষকরা জানান, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে। ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করা। যেখানে পিটিআইসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডে বেতন পান সেখানে আমরা নই কেন? আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। সোনার বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না আমরা। দশম গ্রেডের বাস্তবায়ন দ্রুত হোক।
ফরিদপুর বিভাগীয় সমন্বয়ক ইমরান হোসেন বলেন, ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা যে যোগ্যতায় চাকরি করেন আমরাও সেই যোগ্যতায় চাকরি করি। তারা দশম গ্রেডের হলেও আমরা ১৩তম গ্রেডে পড়ে আছি! সহজ বাংলায় যাকে বলে থার্ড ক্লাস।’
মাগুরার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ভিত্তির কারিগর। যেখানে আমরা ভিত্তি তৈরি করে দিই সেখানে আমাদের সঙ্গেই এত বৈষম্য হয়! আমরা দশম গ্রেডের বাস্তবায়ন চাই।’
সমাবেশে শিক্ষকরা ‘দাবি মোদের একটাইÑ দশম গ্রেড চাই চাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষকসমাজ জেগেছে’ বলে স্লোগান দিতে থাকেন।
এ ছাড়া শিক্ষকরা বেলা ২টার মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের সঙ্গে যোগাযোগ করে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন। না হলে ২টার পর তারা কঠোর অবস্থানে যাবেন বলেও জানান।