× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্ধবী নিয়ে রাবিতে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

রাজশাহী অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১১:০৯ এএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১১:৩৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. শিমুল (২১)। তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং নগরীর মতিহার থানার মেহেড়চণ্ডী বুধপাড়ার মো. জামাল হোসেনের ছেলে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বান্ধবীর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন শিমুল। এ সময় প্রক্টরিয়াল বডি টহল দিচ্ছিল। প্রক্টরের গাড়ি দেখে বাইক নিয়ে পালাতে শুরু করেন শিমুল। তখন সড়কে থাকা রডের সঙ্গে লেগে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথে মারা যান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকের বরাতে মুকুল জানান, শিমুলকে হাসপাতালে নিয়ে আসা ছেলেরা প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলেন। পরে ছেলেটির বান্ধবী জানান, তাকে পিটিয়ে মারা হয়েছে। তবে তাকে হাসপাতালে আনার পরপরই ব্রডডেট পাওয়া যায়। আইন অনুযায়ী মরদেহ মরচুয়ারিতে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হয় রাত ১১টার দিকে। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রামেক হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, নিহতের শরীরের কোথাও কোনো ক্ষতচিহ্ন না থাকলেও ঘাড়ের দিকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার ইসিজি করা হয়। পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা