× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আওয়ামী ফ্যাসিবাদ’-এর বিরুদ্ধে লড়তে ৮ ছাত্র সংগঠনের নতুন জোট

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ২১:০২ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ২১:২৪ পিএম

সরকারবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন জোটের ঘোষণা দিয়েছে বামপন্থি আট ছাত্র সংগঠন। ছবি : সংগৃহীত

সরকারবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন জোটের ঘোষণা দিয়েছে বামপন্থি আট ছাত্র সংগঠন। ছবি : সংগৃহীত

সরকারবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলা, শিক্ষার গণতান্ত্রিক অধিকার রক্ষা ও নিপীড়িত মানুষের গণতান্ত্রিক লড়াইয়ে সমর্থন দিতে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ নামে নতুন জোট তৈরি করেছে আটটি বামপন্থি ছাত্র সংগঠন। বুধবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই নতুন জোটের কথা জানিয়েছেন জোটভুক্ত সংগঠনগুলোর নেতারা।

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি সালমান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন।

গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত ছাত্র সংগঠনগুলো হলো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন। 

সংবাদ সম্মেলনে সালমান সিদ্দিকী বলেন, ‘দেশের যেকোনো দুঃসময়ে এদেশের ছাত্র সমাজ কখনও নিশ্চুপ থাকেনি। আমরা মনে করি এই আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলা সময়ের কর্তব্য হিসেবে উপস্থিত হয়েছে।’

তিনি বলেন, ‘লড়াই সংগ্রামের মাধ্যমে এমন সংকটময় সময়ের মোকাবিলা করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আজ ছাত্রদের অগ্রসর ভূমিকা পালন করতে হবে। এই প্রয়োজন অনুধাবন থেকেই আমরা আটটি ছাত্র সংগঠন সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং পরিচালনার জন্য একত্রিত হয়েছি৷’

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোট ১৩ দাবি পেশ করে। এগুলো সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশের ঘোষণাও দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনবাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তওফিকা প্রিয়াসহ অনেকে। 

গণতান্ত্রিক ছাত্র জোটের লক্ষ্য

 #শিক্ষার গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রশ্নে আন্দোলন গড়ে তোলা।

 #আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে পাহাড় কিংবা সমতলে জনজীবনের সমস্যা সংকট নিরসনে এবং জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলন গড়ে তোলা।

#শ্রমিক, কৃষক, মেহনতি ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা পালন করা।

 #সারা বিশ্বে নিপীড়িত মুক্তিকামী মানুষের গণতান্ত্রিক লড়াইয়ে সমর্থন জানানো এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা