× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ২০:১০ পিএম

চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস। প্রবা ফটো

চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ‘বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ ও ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ’। এ সময় উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মাঠ ছিল জমজমাট। জিয়ন সরকারের একমাত্র গোলে জয়লাভ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

টুর্নামেন্টের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজকের ফুটবল খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ খেলার উদ্বোধন করেছিলাম, আর আজ এর সফল সমাপ্তি দেখে আমি মুগ্ধ। খেলায় হার-জিত থাকলেও উভয় দলই আমার চোখে জয়ী। খেলাধুলা মন ও দেহকে সুস্থ রাখে। ভবিষ্যতে নিয়মিত ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল ও ক্রিকেট খেলাও আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা