× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে ছাত্রদলের মতবিনিময় সভায় হট্টগোল, স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৫ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম

জাবিতে ছাত্রদলের মতবিনিময় সভায় হট্টগোল, স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে। সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা ঘটায় তা স্থগিতের ঘোষণা দেন আহ্বায়ক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সভার সময় পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা তৈরি হয়। 

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম সভা শুরু হয় গতকাল বিকাল ৫টায়। সভার শুরুতেই পদবঞ্চিত নেতাকর্মীরা সভাস্থলে এলে দুটি অংশের সৃষ্টি হয় ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় পদবঞ্চিতরা ‘ছাত্রলীগের কমিটি, মানি না মানব না’; ‘শিবিরের কমিটি, মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দেন।

এ বিষয়ে পদবঞ্চিত নেতা ইকবাল হোসাইন বলেন, আমি এক যুগের বেশি রাজনীতি করি। সকল আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে থেকে মামলা-হামলা নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কমিটিতে আমার মতো অনেক ত্যাগীর জায়গা হয়নি। অনেক ত্যাগী কর্মীকে বাদ দিয়ে ছাত্রলীগ ও বিতর্কিত লোকজনÑ এমনকি ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছেÑ এমন শতাধিক লোক পদ পেলেও আমরা বঞ্চিত হলাম। 

তিনি আরও বলেন, প্রোগ্রামে যাওয়ার পর দেখি ছাত্রলীগের পোলাপান চেয়ারে বসে আছে, আমরা সিনিয়ররা যাওয়ার পরও জায়গা ছেড়ে দেয়নি। তাই আহ্বায়ক ও সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করলে তারা উল্টো আমাদের দিকে তেড়ে আসে। পরবর্তীতে আমরা দাবি জানিয়ে আসছি আমাদেরকে বঞ্চিত করা হলো কেন।

এ বিষয়ে বর্তমান কমিটির আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটির পরিচয় পর্বের জন্য সভা আহ্বান করা হয়েছিল। শুধু আহ্বায়ক কমিটিতে আছে সেসব নেতাকর্মীÑ তাদের আজকে ডাকা হয়েছিল। কিন্তু পদ পায়নিÑ এ রকম কিছু লোক ‘গুপ্ত সংগঠনের’ ইন্ধনে সভাটি বানচাল করার চেষ্টা করে। যারা পদ পায়নি, তাদের দুঃখ থাকতে পারে, সেটা কমিয়ে আনার চেষ্টা করছি। এখানে তৃতীয় কোনো পক্ষ থাকতে পারে বলে আমাদের ধারণা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে যে বিবাদমান পরিস্থিতি তৈরি হয়েছে তা কাম্য নয়৷ আমরা চাই সকলের সহাবস্থানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাইÑ তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে নিজেদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা