× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ মিলছে দেশেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম

যুক্তরাজ্যের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ মিলছে দেশেই

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) অধীনে এখন দেশে বসেই যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারে (ইউসিএলএএন) সাইবার নিরাপত্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। গত সোমবার ১৩ জানুয়ারি সাইবারসিকিউরিটি ডিগ্রির প্রথম ব্যাচ এবং বিজনেস ও মার্কেটিং ডিগ্রির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে দেশের প্রথম শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ইউসিএলএএন’এর একমাত্র অংশীদার ইউসিবিডি। দেশের মেধাবি তরুণদের জন্য বিশ্বের বিভিন্ন স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে অধ্যয়ন ও ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি করছে তারা। শিক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুসারে ঢাকা থেকেই তিন বছরের অনার্স ডিগ্রি সম্পন্ন করতে পারবেন, অথবা প্রথম বর্ষের পর যুক্তরাজ্যে ট্রান্সফার করে নিতে পারবেন।

ওরিয়েন্টেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর হিউ গিল, প্রেসিডেন্ট ও প্রভোস্ট, ইউসিবিডি; এবং প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স, ইউসিবিডি। পরবর্তীতে সাইবারসিকিউরিটি এবং বিজনেস ও মার্কেটিং বিষয়ে যুক্তরাজ্যে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক ও সুযোগসুবিধা নিয়ে যথাক্রমে আলোচনা করেন ইউসিবিডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আমব্রিন জামান এবং অভিষেক চক্রবর্তী।

ওরিয়েন্টেশনে আমন্ত্রিত ইউসিএলএএন’এর স্কুল অব বিজনেসের ডিজিটাল মার্কেটিং বিষয়ের লেকচারার শাহবাজ আলী মাহমুদ বলেন, আজ থেকে এই প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের জীবনে জ্ঞান অর্জনের এক নতুন অধ্যায় শুরু হল। আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ববাজারে উন্নত চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে এই অনন্য সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

আয়োজনে উপস্থিত অভিভাবকদের জন্য একটি বিশেষ প্যারেন্ট এনগেজমেন্ট সেশন পরিচালনা করেন প্রফেসর হিউ গিল এবং সামিয়া সালাম। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগকর্তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকার জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক-নির্ভর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়সহ ইউসিবিডি শিক্ষার্থীদের জন্য ইউসিএলএএন ডিগ্রি অর্জনের নানা ইতিবাচক দিক এ সময় আলোচনায় উঠে আসে।

প্রফেসর হিউ গিল উল্লেখ করেন, ইউসিবিডি’তে অনেক বেশি পরীক্ষার চাপ নিতে হয় না। বরং বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও প্র্যাক্টিকাল টাস্কের ভিত্তিতে গোটা প্রোগ্রাম জুড়েই শিক্ষার্থীদের অগ্রগতি যাচাইয়ের অধীনে রাখা হয়, এবং তাদের দক্ষতা অর্জন নিশ্চিতের ওপরেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি জানান, “আমাদের ইউকে ডিগ্রি প্রোগ্রামগুলোতে এইচএসসি, এ-লেভেল ও অন্যান্য ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। অর্থাৎ, আমরা দেশের সকল শিক্ষার্থীর জন্য আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকদের সান্নিধ্যে বিশ্বমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করতে চাই। তারা ঢাকায় বসে যুক্তরাজ্যের ঠিক একই মানের ডিগ্রি প্রোগ্রামে পড়তে পারছেন। বাংলাদেশ ও ব্রিটেনের শিক্ষার্থীদের ঠিক একই সার্টিফিকেট প্রদান করা হবে”।

উল্লেখ্য, সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৩ অনুসারে বিশ্বের সেরা ৭ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের নাম রয়েছে। অন্যতম বৃহৎ এই ব্রিটিশ ইউনিভার্সিটিতে বিশ্বের ১শ’টিরও বেশি দেশ থেকে প্রায় ৪২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এছাড়াও বিশ্বের ১২৩টি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বিশেষ অংশীদারিত্ব রয়েছে। চলতি মাসের শেষ পর্যন্ত এই নতুন ইউসিএলএএন ডিগ্রি প্রোগ্রাম গুলোতে ভর্তি চালু থাকবে। জাতীয় কারিকুলাম এবং আন্তর্জাতিক স্কুল ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরাও তাৎক্ষণিকভাবে ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন  www.ucbd.edu.bd তে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা