বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর অচল অবস্থায় পড়ে আছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজে, শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ-সংক্রান্ত অবহেলার কারণে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে মূলত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাসব্যান্ড্রি ডিগ্রিতে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়, যা দেশের প্রাণিসম্পদ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালমিলিয়ে এগিয়ে যেতে এই শিক্ষা খাতে সর্বাধুনিক প্রযুক্তি দরকার।
মাল্টিমিডিয়া প্রজেক্টর অচল থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষকদের বিকল্প উপায় খুঁজতে বাধ্য করছে। আর শিক্ষার্থীরাও পড়ছেন সমস্যায়। এ কারণে শিক্ষার মান পড়ে যাচ্ছে। এ ছাড়া কোনো ক্লাসরুমে আধুনিক সাউন্ড সিস্টেম না থাকায় শিক্ষার্থীরা মনোযোগী হতে পারেন না।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এএসভিএম অনুষদের ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্লাসরুমের প্রজেক্টরগুলো নষ্ট অবস্থায় আছে। প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে পড়াশোনায় বেশ ক্ষতি হচ্ছে। প্রজেক্টর না থাকায় শিক্ষকরা সুষ্ঠুভাবে পাঠদান করতে পারছেন না। তাই দ্রুত এর সমাধান চাই।’
এ ছাড়া একই অনুষদের অপর আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি বা জটিল ফিগার প্রজেক্টর ছাড়া বুঝতে অনেক কঠিন হয়ে পড়ে। প্রজেক্টর না থাকায় অনেক সময় স্যাররা নিজেদের ডিপার্টমেন্টের অথবা ব্যক্তিগত প্রজেক্টর দিয়ে ক্লাস নেন। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের নানা সমস্যায় পড়তে হয়। গত আগস্টে আমাদের বলা হয়েছে, দ্রুত প্রজেক্টর ঠিক করা হবে। কিন্তু বছর পার হলেও এর সুরাহা হয়নি।’
এ প্রসঙ্গে এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল কবির বলেন, ‘আমাদের নিউ এবং ওল্ড একাডেমিক ভবনের সব মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট নয়। যেগুলো নষ্ট, সেগুলোর মেরামতের কাজ চলমান। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছে। দ্রুতই সব মাল্টিমিডিয়া প্রজেক্টরের সমস্যার সমাধান করা হবে।’