প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৪২ পিএম
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে উদযাপন করতে ভিন্নমাত্রার আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ ঢাকা (ডুসাড)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি)) ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় বারের মতো ‘ঘুড়ি উৎসব ১৪৩১’ আয়োজন করছে সংগঠনটি।
সোমবার (১৩ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এই আয়োজনে থাকবে ঘুড়ি উড্ডয়ন, পৌষমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঘুড়ি উৎসবে প্রধান অতিথি থাকবেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাভিশন।