বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:০১ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:৩৩ পিএম
জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থাসহ তিন দফা দাবিতে আমরণ গণঅনশনে বসা শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনে বসা শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।
দুপুর দেড়টার পরে দাবির বিষয়ে সরকার, ইউজিসি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনা কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসার কোনো ঘোষণা না আসলে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা।
অনশনে বসা ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব সংবাদ সম্মেলনে বলেন, আমাদের দাবি মিয়ে আগেও আন্দোলন করেছি। আমাদের আশ্বাস দেওয়া হলেও এখনও তার কোনো বাস্তবায়ন হয়নি। গতকাল থেকে তিন দফা দাবিতে অনশনে বসে আমাদের অনেকেই হাসপাতালে ভর্তি। কিন্তু সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনায় বসার জন্য কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমরা আজ দুপুর দেড়টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে আলোচনায় না বসলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙবো না।
এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অনশনকারীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের ঘিরে রেখেছেন। ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা শাট ডাউন কর্মসূচি পালম করায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
এর আগে রবিবার সকাল থেকে তিন দফা দাবিতে গণ অনশনে বসেন শিক্ষার্থীরা। রবিবার রাতে অনশনকারী ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টার দিকে জবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা অনশনে একাত্মতা পোষণ করে ক্যাম্পাসে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। হাসপাতালে ভর্তি অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে তিন জন একে এম রাকিব, ফয়সাল মুরাদ ও জবায়ের ইসলাম রিয়ন চিকিৎসা নিয়ে আজ দুপুর ১২টার দিকে এসে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনকারীদের সাথে যোগ দেন। আজ নতুন করে ৬ জন শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন।
অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে শিক্ষার্থদের মধ্যে না পরিচয় পাওয়া শিক্ষার্থীরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী, সোহাগ আহমেদ, শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব ও সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি, জুবায়ের উসলাম রিয়ন, মোকসেদুল হক।