বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১২:২২ পিএম
জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থাসহ তিন দফা দাবিতে আমরণ গণঅনশনে বসা শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনশনে অসুস্থ হয়ে ১৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে পুরো ক্যাম্পাসজুড়েই শিক্ষার্থীরা অনশনে বসা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে শাট ডাউন কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে অচলাবস্থা বিরাজ করছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অনশনে বসা শিক্ষার্থীদের পক্ষ থেকে শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কাজী আহাদ বলেন, রবিবার থেকেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছে। যেখানে রবিবারই ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে তাদের অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাট ডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সর্বমোট ১৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করানো হয়। এবং যতদিন পর্যন্ত আমাদের ৩ দফা দাবি পালন করা না হবে ততদিন আমরা আমাদের এই অনশন কর্মসূচি পালন করবো।
এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অনশনকারীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের ঘিরে রেখেছেন। ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা শাট ডাউন কর্মসূচি পালম করায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
এর আগে রবিবার সকাল থেকে তিন দফা দাবিতে গণ অনশনে বসেন শিক্ষার্থীরা। রবিবার রাতে অনশনকারী ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টার দিকে জবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা অনশনে একাত্মতা পোষণ করে ক্যাম্পাসে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। হাসপাতালে ভর্তি অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে তিন জন একে এম রাকিব, ফয়সাল মুরাদ ও জবায়ের ইসলাম রিয়ন চিকিৎসা নিয়ে আজ দুপুর ১২টার দিকে এসে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনকারীদের সাথে যোগ দেন। আজ নতুন করে ৬ জন শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন।
অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে শিক্ষার্থদের মধ্যে না পরিচয় পাওয়া শিক্ষার্থীরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী, সোহাগ আহমেদ, শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব ও সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি, জুবায়ের উসলাম রিয়ন, মোকসেদুল হক।