বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২০:৩১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
মাদক সেবনের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুরর রহমান হলের ৪ আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল প্রশাসন।
শনিবার (১১ জানুয়ারি) ওই হলের প্রভোস্ট ড. মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
তবে মানবিক দৃষ্টিকোণ থেকে হল প্রশাসন অভিযুক্ত এ শিক্ষার্থীদের নাম প্রকাশ করেনি।
গত ১০ জানুয়ারি দিবাগত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শেখ মুজিবুর
রহমান হলের ৮৩১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে
আটক করে হল প্রশাসন। পরে তাদের সিট বাতিল করে হল প্রশাসন।
প্রভোস্ট ড. মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে গ্রহণ করেছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।’