× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২০:২২ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম

ইবিতে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজকল্যাণ বিভাগ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বিভাগটির যাত্রা শুরু হয়। ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট ও সেশনজটসহ নানা সমস্যায় জর্জরিত বিভাগটি।

এতে ক্ষুব্ধ হয়ে শনিবার (১১ জানুয়ারি) প্রশাসনের সামনে অবস্থান নিয়ে বিভাগ সংস্কারের দাবি জানান দুই শতাধিক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা, ‘‌অন্য বিভাগ স্বর্গ, সমাজকল্যাণ কেন মর্গে, আমরা কেন অবহেলিত, শিক্ষকদের রোষানলে, আর না আর না, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, সেশনজট নিরসন করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।’ 

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, সেশনজট ও ফলাফল প্রকাশে ধীরগতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে বিভাগে। বিভাগে বর্তমানে সাতটি ব্যাচের ক্লাস-পরীক্ষা চলমান। মাত্র একটি ক্লাসরুম এবং তিনজন শিক্ষক রয়েছেন। ঠিকমতো ক্লাস-পরীক্ষা হয় না। 

আন্দোলন থেকে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ১০ দফা দাবি জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ প্রতিটি কোর্সের ন্যূনতম ক্লাস নিতে হবে, তিন মাসের মধ্যে সেমিস্টার সম্পন্ন করতে হবে, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে এবং সেমিনার লাইব্রেরি বরাদ্দ দিতে হবে।

পরে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। প্রশাসনের পক্ষ থেকে তিনি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেনে। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে চলে যান।

জানাতে চাইলে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, বিভাগ সংস্কারে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা