× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি ইসলামি ছাত্র আন্দোলনের ১১ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:১৪ পিএম

জবি ইসলামি ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

জবি ইসলামি ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে পোষ্য কোটা বাতিলসহ ১১ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্র আন্দোলন শাখা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জবি ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহীদ লিখিত বক্তব্যে বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটছে। এগুলো অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। পাশাপাশি জবির কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়া স্থবির হয়ে আছে। আমরা এ পরিস্থিতি উন্নয়নের স্বার্থে ১১ দফা দাবি পেশ করেছি।’

এরপর শাখার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান আকাশ ১১ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা টিম গঠন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অবৈধ বাস ও লেগুনা স্ট্যান্ড অপসারণ করতে হবে। জবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজে দুর্নীতি তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং চলমান টেন্ডার বাতিল করে সেনাবাহিনীর কাছে তা হস্তান্তর করতে হবে। দ্রুত প্রতি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরি সংস্কার ও সম্প্রসারণ করতে হবে। মেডিকেল সেন্টার সম্প্রসারণ এবং ২৪/৭ চিকিৎসাসেবা চালু করতে হবে।  জকসু নির্বাচনের তারিখ, নীতিমালা ও প্রস্তুতির পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময় নিশ্চিত করতে হবে।  বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে শিক্ষার্থীদের কাছে তা পেশ করতে হবে।  

সংবাদ সম্মেলনে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা