প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২৩:২৮ পিএম
ফাইল ফটো
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ছয় সদস্যের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পিএসসির চিঠি ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হতে যাওয়া শপথ স্থগিত করা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পিএসসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠায় পিএসসি। সেখানে বলা হয়, ‘সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
একই দিন গণঅভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে পিএসসির ‘বিতর্কিত’ তিন সদস্যের শপথ না দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা তাদের আবেদনে সদ্য নিয়োগ পাওয়া ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও ড. মো. মিজানুর রহমানের নাম উল্লেখ করেন।
শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেন, সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের শপথ অনুষ্ঠান নির্ধারণ করা হয়। তাই আমরা এ তিন সদস্যকে শপথবাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।
গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে আরও ছয়জন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন: অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।