রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪ পিএম
গোপন নথি ফাঁসের অভিযোগে সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালকের পদত্যাগ দাবিসহ ঘটনার তদন্ত চান। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও রাবির পোষ্য কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সালাউদ্দিন আম্মারের ভর্তি সংক্রান্ত গোপন নথি ফাঁসের অভিযোগ ওঠেছে। পোষ্য কোটা বহালের দাবিতে বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে রাবির কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় সালাউদ্দিন আম্মারের রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়।
এ বিষয়ে সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালকের পদত্যাগ দাবিসহ ঘটনার তদন্ত চান।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার পোষ্য কোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছে রাবির কর্মকর্তা ও কর্মচারীরা। এদিন সকালে তারা প্রশাসন ভবনের পাশে নিচতলায় অবস্থান নেয়। ওই কর্মসূচিতে পোষ্য কোটা বিরোধী আন্দোলনের নেতা সালাউদ্দিন আম্মারের রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়। ফরমে দেখানো হয় সালাউদ্দিন ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামিক কোটায় ভর্তি হয়েছেন।
এ ঘটনা জানার পর সালাউদ্দিন নিজের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, মাদ্রাসায় পড়া থাকলে ইসলামিক ইস্টাডিজ বিভাগে সকল শিক্ষার্থীই এ কোটায় ভর্তি হয়। এটা কোটা নয়, ওই শিক্ষার্থীর অতিরিক্ত যোগ্যতা। আম্মার বলেন, ‘এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আগামীতে আমার কোনো ক্ষতি হলে রাবির কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ দায়ি থাকবেন।’
রাবি প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘রেজিস্ট্রেশন ফরম একজন শিক্ষার্থীর গোপন নথি। এটি আইসিটি সেন্টার, সংশ্লিষ্ট বিভাগসহ একাধিক সেকশনে থাকে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’