রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৫৩ পিএম
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ভিসি (উপাচার্য) নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ভিসি নিয়েগের দাবিতে এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের বনরুপা বাজার মুখে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে অবস্থান নিলে এতে শহরে পুরো যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে বনরুপা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের ফটক পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করেন রাবিপ্রবি শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার পর দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ভিসি (উপাচার্য) না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক নিয়োগসহ নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা যদি বৃহস্পতিবারের মধ্যে ভিসি নিয়োগ না করেন, তাহলে ডিসির কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়েছেÑ আজকেই (সোমবার) মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভিসি নিয়োগের ফাইল যাবে। পরে মাননীয় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। আশা করি, দুয়েক দিনের মধ্যে শিক্ষার্থীরা নতুন ভিসি পেয়ে যাবে।’