× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির প্রশাসন ভবনে তালা নিজস্ব ভর্তি পরীক্ষার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৪১ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম

ইবির প্রশাসন ভবনে তালা নিজস্ব ভর্তি পরীক্ষার দাবি

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বের হওয়ার দাবিতে ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানব না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা বজায় রাখতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি আর না’, ‘গুচ্ছের বিড়ম্বনা আর না’ ইত্যাদি স্লোগান দেন।

প্রশাসন ভবনে তালার ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেশন জট বেড়েই চলছে। এভাবে দিন দিন বিশ্ববিদ্যালয় স্বকীয়তা হারিয়ে ফেলছে। স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষার্থীদের স্বার্থে ইবি প্রশাসনকেও গুচ্ছ থেকে বের হওয়ার ঘোষণা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রবিবার বিকালে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা