× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর

পূর্বশত্রুতার জেরে পরীক্ষা দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পেছনে তাকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

ছাত্রলীগের ওই নেতার নাম শফিকুর রহমান মেঘ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপক্রীড়া সম্পাদক ছিলেন এবং উপগ্রুপ সিএফসির অনুসারী। চাঁদাবাজি, সাংবাদিককে মারধর এবং নিজেদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনায় ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেঘ চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শেষে কলা অনুষদ থেকে বেরিয়ে জারুলতলার সামনে এলে গতিরোধ করে কলা ঝুপড়ির পেছনে নিয়ে যায় ছাত্রদলের কর্মীরা। পরে সেখানে তাকে কর্মীরা মারধর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার করে। শফিকুর রহমানকে শাখা ছাত্রদলকর্মী প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদ মোহাম্মদ রেদোয়ানসহ ছাত্রদলের অন্যান্য কর্মী মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। তারা ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদের অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগের বিষয়ে সাইদ মোহাম্মদ রেদোয়ান বলেন, ২০১৯ সালে ছাত্রলীগ নেতা মেঘ আমার মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা পেয়ে গেস্টরুমে নিয়ে মারধর করে। আমাকে মেরে একপর্যায়ে হল থেকে বের করে দেয়।

শাখা ছাত্রদলের সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্রলীগের নেতা মেঘ ছাত্রদলকর্মী রেদোয়ানকে মেরে হল থেকে বের করে দেয়। মেঘ ক্যাম্পাসে এলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ। যেহেতু মেঘ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, নিষিদ্ধ কোনো সংগঠনের কারও সঙ্গে আপস নেই।

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, পূর্বশত্রুতার জেরে একজন শিক্ষার্থী অন্য আরেকজন শিক্ষার্থীকে মারধর করেছে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছে। পরে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা