× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থার্টিফার্স্ট নাইটে বেরোবি শিক্ষার্থী জহিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১২:৫০ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪ পিএম

রংপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রবা ফটো

রংপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রবা ফটো

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান। কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাতটি উদ্‌যাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। ২০২৪ সালকে বিদায় আর ২০২৫ সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ৩৫০ জন শীতার্তের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় নিজ উদ্যোগে আটজন সদস্য সঙ্গে নিয়ে রংপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অন্যরকম এক থার্টিফার্স্ট নাইট পালন করেছেন তারা।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে বেরোবি শিক্ষার্থী জহির রায়হান বলেন, ‘শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য এটি দুর্বিষহ হয়ে উঠছে। মানবিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নিয়েছি। সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এ কম্বল বিতরণের উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ করে রাখার অনেক মাধ্যম আছে। আমরা এ দিনগুলোয় অপচয় না করে, মানুষের কষ্টদায়ক কার্যক্রম না করে মানুষের উপকারে আসবে এমন কার্যক্রম করলে কিছু অসহায় মানুষের মুখেও হাসি ফুটবে। প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে। আর রাতের শেষ না হতেই পুরোপুরি অপচয় হয়ে যায়। আসুন আমরা টাকা অপচয় না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা