× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৩০ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ

তাপমাত্রায় সর্বনিম্ন রেকর্ড করা এলাকা শ্রীমঙ্গলে শীতের দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এটি নর্থ সাউথ ইউনিভার্সিটির একমাত্র ক্লাব যারা সম্পূর্ণরূপে সামাজিক সেবায় নিয়োজিত।

গত ২৬ ডিসেম্বর তারা তাদের বার্ষিক ইভেন্ট ‘শীতবস্ত্র বিতরণ ২০২৪’ আয়োজন করে। এই মানবিক ইভেন্টটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় এবং কম্বল সরবরাহের উদ্দেশ্যে নিবেদিত, যাতে তা কঠোর শীত থেকে নিরাপদ এবং উষ্ণ থাকতে পারে।

এ বছর তারা শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুরখান বাগান, দক্ষিণ পার, মেডিকেল মাঠে প্রায় ১০০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এইই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন। 

ক্লাবের প্রায় ৪০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমাদের ছাত্রদের শীতবস্ত্র বিতরণের মতো অপূর্ব সুন্দ চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যা সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।

গত ২৫ ডিসেম্বর ক্লাবে সদস্যদের একটি দল শ্রীমঙ্গলের প্রায় ১০টি অঞ্চলে গিয়ে টোকেন বিতরণ করেন, যা ব্যবহার করে পরদিন  শীতবস্ত্র সংগ্রহ করা হয়। গত বছর তারা এই ইভেন্টটি বগুড়ার দুপচাঁচিয়ায় আয়োজন করেছিল।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন হিসেসে যাত্রা শুরু করে। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তরুণ প্রাণে ভবিষ্যতের জন্য আলোড়ন ছড়াতে চায় ও মানসিকতার বিকাশ চায়। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ সুবিধাবঞ্চিত দের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রচণ্ড শীতের সময়ে তাদের উষ্ণতা নিশ্চিত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা