× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাডাঙ্গা বাস টার্মিনাল অবরোধ, শ্রমিক-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া

খুলনা অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম

সোনাডাঙ্গা বাস টার্মিনাল অবরোধ, শ্রমিক-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের মারপিট ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে ছাত্ররা টার্মিনালের বাসমালিক ও শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বাস টার্মিনাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিল। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে মারপিট ও লাঞ্ছনা করে বাস শ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয়। সেখানে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। ঘটনার সময় দুজন শিক্ষকও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এসে অবরোধ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম জানান, রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুলনায় আসছিলেন। বাসে বসার সিট না পাওয়ায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বাসের চালক তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে দিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে মারপিট করে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে এলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে সাতটা পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা অবরোধ করে রেখেছে। তবে সেনা ও নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা