বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০০:৪৬ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ০০:৪৭ এএম
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে দলমত, জাত-ধর্ম-নির্বিশেষে রাস্তায় এসে আন্দোলন করে নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখেছে, সেই চেতনাকে ধারণ করে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তান ও অভিভাবক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সন্তান ও অভিভাবক ফোরাম আয়োজিত এই সম্মেলনে অভ্যুত্থানে আহত ব্যক্তিরা উপস্থিত হন শরীরের ক্ষত নিয়ে।
শারমীন মুরশিদ বলেন, ‘একাত্তর দেখেছি, তরুণ-তরুণীরা কী অদম্য সাহস নিয়ে বের হয়ে গিয়েছিল দেশকে স্বাধীন করতে! ২০২৪ সালেও তেমনি একটি ঘটনার সাক্ষী হয়েছি। এত বড় একটি অভ্যুত্থান, এত মানুষের আত্মত্যাগ, এটিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি আমাদের মন্ত্রণালয় থেকে সব সময়ই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন বা যারা আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য আন্দোলনের সময় ছিল, সেই ঐক্যকে ধরে রাখতে হবে। আমাদের মধ্যে যাতে বিভাজন তৈরি না হয়। দেশকে সাজানো শুধু উপদেষ্টাদের দায়িত্ব না, আমাদের সবাইকে এই কাজে অংশ নিতে হবে। সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক। নিজেদের বিভক্ত করব না।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে আমি মনে করি না। আমাকে কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, নিশ্চয়ই আমি তার সুবিচার চাই। কিন্তু আমি তার ফলে যদি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠি, তাহলে আমি বিশ্বাস করি না যে আমরা আমাদের বাংলাদেশিদের সঠিক চরিত্র প্রতিস্থাপন করব। কাজেই সেই কথা স্মরণ রেখে আমরা এই দেশকে নতুন করে বিনির্মাণ করব।’
আলোচনার শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। সেখানে ফারজানা ওয়াহিদ সায়ান, নাহিদ কাওয়াল, সাইদুর রহমান বয়াতি, উদীচী শিল্পীগোষ্ঠী প্রমুখ তাদের পরিবেশনা উপহার দেয়।