× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে জাবিতে মানব পতাকা প্রদর্শন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২১:৫৮ পিএম

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মানব পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মানব পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মানব পতাকা প্রদর্শন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘ফ্রেঞ্চ-ব্রিটিশ এবং আমেরিকানরা আরবদের ভূমি দখল করে ইউরোপ থেকে জায়ানিস্ট উগ্র গোষ্ঠী এনে স্থাপনের চেষ্টা করেছে। তারা আরবদের ভূমি দখল করেছে, বসতি দখল করেছে। ফিলিস্তিনকে এই হঠকারিতা থেকে রক্ষা করতে হামাস, হিজবুল্লাহর মতো বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।’

এর আগে দুপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, আমরা ঘুমাতে পারি না, যখন দেখি ফিলিস্তিনের জনগণকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। যারা আমাদের বিশ্ববিবেকের কথা বলে, বিশ্বসভ্যতার কথা বলে; তারা ফিলিস্তিনের পক্ষে কাজ করে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা