নজরুল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ২০:০৫ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের চারজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।
এই ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী চার শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার অভিযুক্তরা হলেনÑ একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল, সাকির, সিহাব ও আসিফ।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কয়েক দিন ধরেই দর্শন বিভাগের সিনিয়র জুনিয়রদের মধ্যে মনোমালিন্য চলছিল। এই ঘটনার জের ধরে গত ২৫ নভেম্বর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল ভুক্তভোগীদের ধর্ষণের হুমকি দেন। পরবর্তীকালে গতকাল রাসেল ও তার তিন সহপাঠী সাকির, সিহাব ও আসিফ নিজ বিভাগের সামনে ভুক্তভোগী শিক্ষার্থীদের পুনরায় ধর্ষণের হুমকি দেয়।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে রাসেল বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই তারা এ ধরনের অভিযোগ করা হয়েছে। বিষয়টা জানার পর আমি হতবাক হয়ে গেলাম। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারা এ ধরনের অভিযোগ দিতে পারে।’
এ বিষয়ে বিভাগটির প্রধান মো. তারিফুল ইসলামের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘অনেকগুলো লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু এ ব্যাপারে এখনই কিছু বলতে পারব না।’