× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্য পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৫৪ পিএম

উপাচার্য পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা

আল্টিমেটাম শেষে উপাচার্য পদত্যাগ না করায় পুনরায় আন্দোলন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীরা আবার ভিসি ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা ভিসি কার্যালয়ে তালাবদ্ধ করে মোম দিয়ে সিলগালা করে দেন এবং তারা ভিসির নামফলক খুলে নেন।

শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এই কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। নতুন উপাচার্যকে নিয়ে আমরা এই গেটের তালা খুলব।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, টানা ৩৬ দিন আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচার সরকারকে হটিয়ে স্বাধীনতা পেয়েছি। সেই স্বৈরাচারের দোসরকে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে চাই না। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পদত্যাগের আল্টিমেটাম থাকলেও তিনি পদত্যাগ করেননি। তিনি পদত্যাগ না করলে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

ভিসি-বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিশ্ববিদ্যালয়ের সুজয় শুভ বিশ্বাস বলেন, ববি উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্য কার্যালয় তালাবদ্ধ থাকবে এবং সেখানে উপাচার্য কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তিনি পদত্যাগ না করলে পরে আন্দোলন আরও জোরদার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছেন বিষয়টি আমরা অবগত আছি। 

জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ না করা এবং বারবার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করার অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা