বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের বটতলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশিত ফোরামের তরুণ লেখকদের লেখা কলাম ও চিঠি প্রদর্শিত হয়। উপাচার্য ঘুরে ঘুরে লেখা পড়েন এবং তরুণদের সৃষ্টিশীল কর্মকাণ্ড অব্যাহত রাখতে পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আবম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. খন্দকার তৌহিদুল আনাম, ড. আসাদুজ্জামান, ড. বাবলী সাবিনা আজহার, ড. ইকবাল হোছাইন, ড. শাহীনুজ্জামান, ড. ওবায়দুল ইসলাম, ছাত্র সমন্বয়ক এসএম সুইট, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।