প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৯:৪১ পিএম
প্রতীকী ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট থেকে বাদ পড়ল বঙ্গবন্ধু পরিবারের নাম। ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর পরিবর্তে এখন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালককে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।