× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে, থানায় জিডি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে। 

হত্যার হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত বৃহস্পতিবার উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন করেন ওই শিক্ষক। একই সঙ্গে পার্শ্ববর্তী কোতয়ালী থানাতেও জিডি করেন তিনি। 

উপাচার্যকে দেওয়া আবেদনে ওই শিক্ষক উল্লেখ করেন, গণঅভূত্থ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকুরীবিধি অমান্য করে দেশ থেকে পলায়ন করে বর্তমানে আস্ট্রলিয়া অবস্থান করছে কর্মকর্তা সালাউদ্দিন মোল্লা। বিদেশে অবস্থান করে হোয়াটসঅ্যাপে ফোন করে তাকে গুলি করে হত্যার হুমকি দেয়। 

ওই শিক্ষক জানায়, সালাউদ্দিন মোল্লা অভিযোগ করে আমি (জাহিদুল হক), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল কাদের ওরফে কাজী মনিরকে পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছি। সালাউদ্দিন নিজেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রভাবশানী লোক বলে পরিচয় দেয় এবং আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। 

শিক্ষক জাহিদুল হক জানায়, মো. আব্দুল কাদের ওরফে কাজী মনিরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর হামলা ও হমকি প্রদান, বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নির্যাতন, টেন্ডার ও নিয়োগ বানিজ্য এবং চাঁদাবাজী, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পে লুটপাট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের হেনস্তা ও নির্যাতনের নানা অভিযোগের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা তার বরখাস্তের দাবি করে আসছে। কেন্দ্রীয় ক্রীড়া কমিটির একজন সদস্য হিসেবে গত ১২ নভেম্বর ‘জগন্নাথ  বিশ্ববিদালয় সপ্তম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ চলাকালে আমি খেলা পরিদর্শনে যাই এবং ধূপখোলা মাঠে মো. আব্দুল কাদেরকে পুষ্পেন সরকার (ফিজিক্যাল ইন্সট্রাক্টর, শরীরচর্চা শিক্ষা কেন্দ্র) সহ বেশ কয়েকজন স্টাফের সঙ্গে বাসে থাকতে দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া কমিটি ও বিভিন্ন ক্রীড়া উপ-কমিটির কোনো কার্যক্রমেই তাকে সদস্য হিসেবে রাখা হয়নি। তারপরও মাঠে তার উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করলে তারা আমাকে বিষয়টি অবগত করে যেহেতু আমি একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের একজন সদস্য (সহকারী প্রক্টর)। আমি বিষয়টি বর্তমান প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হককে ফোনে অবগত করি। তিনি কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মো. আব্দুল কাদের ওরফে কাজী মনিরকে মাঠ ত্যাগ করতে কলার জন্য আমাকে পরামর্শ দেন। আমি প্রক্টরের নির্দেশ মত মো. আব্দুল কাদেরের কাছে গিয়ে দেখি সে ইতিমধ্যে চলে গেছে এবং যেখানে পুষ্পেন সরকার বসে আছে। তখন আমি তাকেই প্রক্টরের নির্দেশনা জানিয়ে দিই এবং পরবতীতে এ বিষয়ে সতর্ক থাকতে বলি। 

ওই শিক্ষক বলেন, উল্লেখিত ঘটনা বিদেশ পলাতক সালাউদ্দিন মোল্লার কাছে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পেছনে মো. আব্দুল কাদের ওরফে কাজী মনির এবং সেই সঙ্গে সহকারী রেজিস্ট্রার মো. ময়নাল হক, উপ-পরিচালক গৌতম কুমার দাস দায়ী। 

অভিযোগ পত্রে শিক্ষক জাহিদুল হক উল্লেখ করেন, হুমকিদাতা সালাউদ্দিন মোল্লা বিদেশে অবস্থান করায় ক্যাম্পাসের ঘটনা তার কাছে কেউ রিপোর্ট না করলে জানার কোনো উপায় নাই, তাছাড়া হুমকিদাতা আমার পূর্ব পরিচিত নয় এবং তার সঙ্গে আমার পূর্বে কোনো ব্যক্তিগত বিরোধও নেই। মো. আব্দুল কাদের ওরফে কাজী মনিরের হয়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জাহিদুল হক বলেন, হুমকিদাতা কর্মকর্তার সঙ্গে আমার আগে কখনও যোগাযোগ ছিল না। চিনিও না। হঠাৎ করেই সে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। অবশ্যই তাকে কাজী মনির জানিয়েছে। তার সঙ্গে আমার কোনো পার্সোনাল সম্পর্ক বা যোগাযোগ ছিলো না। আমি থানাতেও জিডি করেছি। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সালাহউদ্দিন আমাকেসহ অনেকজনকেই এভাবে হয়রানি করছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি ও শীঘ্রই ব্যবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি আরও জানান যে, সালাউদ্দিন আর কোনো শিক্ষা ছুটি দেওয়া হয়নি, তিনি ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। 

জানা যায়, সরকার পতনের পর দেশ ছাড়েন কর্মকর্তা সালাউদ্দিন মোল্লা। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির রাজনীতি করতেন। গ্রামের বাড়ি চাঁদপুর হওয়াতে দীপু মনির সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সম্প্রতি দেশের বাইরে থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষসহ শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা