বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১০:৫০ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১১:০৫ এএম
মো. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষক এবং জুলাই হামলার তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মো. মনিরুজ্জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে অধ্যাপক মনিরুজ্জামান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একটি নম্বর থেকে অধ্যাপক মো. মনিরুজ্জামানকে মিসকল দেওয়া হয়। পরে তিনি ওই নম্বরে ফোন দিলে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪-এর ঘটনার তদন্ত কমিটির প্রধান হওয়ার কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ বিভিন্ন হমকিধমকি প্রদান করা হয়।
এ বিষয়ে অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘এটা আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। ফোনে আমাকে জুলাই তদন্ত কমিটির বিষয় উল্লেখ করে চাকরি খেয়ে ফেলা, অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি জিডি করেছি।’