× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনদের বরণ করে নিলো কুবি শাখা ছাত্রশিবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৮:৫৪ পিএম

নবীনদের বরণ করে নিলো কুবি শাখা ছাত্রশিবির

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রিসোর্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের স্বাধীনতা অর্জনের ৫৩ বছর হয়েছে, কিন্তু তাও আমরা আজ পর্যন্ত অর্থনৈতিকভাবে যথাযথ উন্নত হতে পারিনি। এর কারণ হিসেবে অন্যতম হলো এই দেশে যখনই কেউ নেতৃত্ব দিতে এসেছেন, তিনি নিজের প্রতিপত্তির কথা ভেবেছেন, জাতির কথা কিংবা দেশের কথা ভাবেননি। যার ফলে দেশের সকল সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের টাকা গুটিকয়েক মানুষের কাছে কুক্ষিগত থাকার ফলে উন্নয়ন আর সম্ভব হয়নি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি বলবো না তোমরা ছাত্রশিবিরে আসো কিংবা সবাই শিবির করো। তবে আমার আহ্বান থাকবে, তোমরা শিবির সম্পর্কে জানো। শিবির সম্পর্কে জানতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এসে আমার প্রাইমারিলি যেটা মনে পরছে সেটা হলো, ‘এরাই তারা, যারা ২৪-এর আন্দোলনের প্রথম পুলিশি হামলার শিকার হয়েছিল।’ আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম সেই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলো। প্রতিরোধ করে সেদিনও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলো। সেই জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই নবীন শিক্ষার্থীদের সামনে কথা বলতে পারা আমার জন্য সৌভাগ্যের।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী  সমাপনী বক্তব্যে নবীনবরণ অনুষ্ঠানে আগত নবীনদের, অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন, ‘অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্যই আমার বক্তব্য। এর বাইরে আর কিছু বলতে চাচ্ছি না। আমি একজন রানিং স্টুডেন্ট। তাই, সামনে নবীনদের সঙ্গে আরও কথা হবে। সকলের জন্য শুভকামনা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসাইন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইমরান আল-হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা