× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির ‘আত্মপ্রকাশ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৬:০১ পিএম

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির ‘আত্মপ্রকাশ’

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিচয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের ‘আত্মপ্রকাশ’ হিসেবে বিষয়টিকে দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করা দুই শিক্ষার্থী  হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবার অনুষ্ঠানে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানোর জন্য দেয়া ফোনে তারা নিজেদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক পরিচয় দেন। 

অতীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের কমিটি থাকলেও তারা পরিচয় প্রকাশ করে সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি বলে দাবি করেন তারা। তাদের দাবি, ছাত্রশিবির এবারই প্রথমবারের মত ঘোষণা দিয়ে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারছে।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ্যে আসার পর পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে নিজেদের পরিচয় প্রকাশ করায় শিক্ষার্থীরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।অনেকে প্রশ্ন তুলেছেন রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রশিবিরের কার্যক্রম নিয়ে। তবে এ বিষয়ে ইউসুফ ও মাজহার নবীনবরণ অনুষ্ঠানের পরে দেবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পরিচয় দেওয়া লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইউসুফ ইসলাহির সঙ্গে কথা বলতে চাইলে তিনি সভাপতি পদে আছেন বলে জানান। তবে পূর্ণাঙ্গ কমিটি পরে দেবেন বলে জানিয়েছেন। এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মজহারের নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পরিচয় দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা