× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাম্পাসে বিশ্বকাপ জ্বর

বিশ্বকাপের রঙে রঙিন নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৩:২৬ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৪:১৮ পিএম

বিশ্বকাপের রঙে রঙিন নজরুল বিশ্ববিদ্যালয়

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল ২০২২ নিয়ে পুরো বিশ্ব যখন সরব তখন পিছিয়ে নেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সমর্থনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনা দলের সমর্থকরা নিজ দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে ১০০ হাত লম্বা পতাকাসহ বিশাল আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বঙ্গবন্ধু হলের সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে বিবিএ ভবনের সামনে এসে শেষ হয়

আনন্দ মিছিল বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি সামিদুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদসহ বিভাগগুলোর কমিটি ঘোষণা করেছি। অনুষদ, বিভাগসহ ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে  আনন্দ মিছিল করলাম ১০০ হাত পতাকাসহ। সামনে আমরা আরও কর্মসূচি দেব আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের গতিশীল করার জন্য। মেসি মানেই আর্জেন্টিনা, মেসি মানেই বিশ্বকাপ, এবার বিশ্বকাপ আমাদের ঘরেই আসবে।’

গতকাল রাতে বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীরা দলবেঁধে খেলা দেখেন ও উচ্ছ্বাস করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের  শিক্ষার্থী মীম বলেন, ‘আসলে স্বার্থ নিয়ে কোনো ভালোবাসা হয় না। আমরা ট্রফির জন্য আর্জেন্টিনাকে ভালোবাসি না। আমরা মেসিকে ভালোবাসি বলে আর্জেন্টিনাকে ভালোবাসি। এবারের কাপ আমাদের ঘরেই আসবে।‘

এদিকে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। ইতোমধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি ফ্যান ক্লাবের সদস্যরা নিজ নিজ দলের প্রচারণা গতিশীল করার লক্ষ্যে ২০০ থেকে ৩০০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছেন। এসব কমিটির উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তারা। শিক্ষার্থীরা নিজ নিজ হলেই খেলা উপভোগ করেন। বিশ্বকাপ কেন্দ্র করে বঙ্গবন্ধু হলে যুক্ত হয়েছে নতুন টিভি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা