× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগ কর্মী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ০০:০৫ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ০০:০৬ এএম

ঢাবি ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগ কর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ২৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পদায়নের অভিযোগ উঠেছে।

ছাত্রদলের ঢাবি শাখার কমিটিতে স্থান পাওয়া ওই ছাত্রলীগ কর্মী হলেন- মাহাদী ইসলাম নিয়ন। তিনি ঢাবি ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুসারী বলে জানা গেছে। এর আগে তিনি শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সাথে রাজনীতি করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডিতে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম, নির্বাচনী প্রচারণায় আল-নাহিয়ান খান জয়ের সাথে কাজ করাসহ বেশ কিছু ছবি দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছে নেটিজেনরা।

তার ফেসবুক ঘুরে দেখা যায়, ২০১৮ সালের ৩০ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালনে শহীদুল্লাহ হল ছাত্রলীগের পোস্ট শেয়ার করেন মাহাদী ইসলাম নিয়ন। এছাড়া ২০১৭ সালের ২৭ ডিসেম্বর শহীদুল্লাহ হল ছাত্রলীগের ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ছবিও শেয়ার করেন তিনি।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের প্রচারণায় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে ছবিতে হাস্যজ্জ্বল মাহাদী ইসলাম নিয়নকে দেখা গেছে। এছাড়াও মুজিব শতবর্ষ উদযাপন, ছাত্রলীগ নেতাকর্মীদের পার্টিতেও তার উপস্থিতি দেখা যায় পুরনো বিভিন্ন ছবিতে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা। বিষয়টি আমরা দেখতেছি। আমরা অবশ্যই স্টেপ নেব। তবে তার আগে আমাদের যাচাই-বাছাই করতে হবে।’

এর আগে, এ বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হন গণেশ চন্দ্র রায়, আর সাধারণ সম্পাদক হন নাহিদুজ্জামান শিপন।

এর প্রায় সাড়ে ৮ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এবং ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা