× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপাচার্যের আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করল জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৫:০৯ পিএম

সোমবার রাজধানীর তাঁতিবাজার মোড় আধাঘণ্টা অবরোধ করে রাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

সোমবার রাজধানীর তাঁতিবাজার মোড় আধাঘণ্টা অবরোধ করে রাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিনদফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তাঁতিবাজার মোড় আধাঘণ্টা অবরোধের পর উপাচার্য রেজাউল করিম তাঁতিবাজারে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বসার আহ্বান জানিয়ে রাস্তা অবরোধ ছাড়েন।

তাঁতিবাজার মোড়ে উপাচার্য রেজাউল করিম বলেন, এটা এমন না যে বললেই কাজ হয়ে যাবে। যেটা ১২ বছরে হয়নি, সেটা ১২ দিনে সম্ভব না। আমরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলতেছি, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে।

এরপর শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় ছেড়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে ক্যাম্পাসে এসে প্রশাসনিক ভবনের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অপু বলেন, আমরা কনফারেন্স রুমে এসির বাতাস খেতে বসব না, আমাদের সঙ্গে বসতে হলে রাজপথে আসতে হবে, প্রয়োজনে শান্ত চত্বরে বসতে হবে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, আমাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নয়। আমরা আগামীকাল শান্ত চত্বরে সকাল সাড়ে ১১টায় আবারও জড়ো হয়ে তাঁতিবাজার অবরোধ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা