বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৬:০৪ পিএম
প্রস্তাবনা অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) একটি উদ্দীপ্ত, শক্তিশালী এবং প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য ৪১ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক মহিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখ্য আহত বিপ্লবীদের স্বাস্থ্য সেবা ও পুনর্বাসন; আন্দোলনে নির্যাতন ও আক্রমণের তদন্ত এবং বিচার ব্যবস্থা; ১৬ জুলাইকে বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা; স্থাপনার নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ; জাকসু, হল সংসদ ও বিভাগওয়ারী শিক্ষার্থী সংসদ নির্বাচন; উন্নয়ন প্রকল্পে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ; খুন ও হত্যার বিচার; মাদকমুক্ত ক্যাম্পাস; নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস; ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও বটতলার খাদ্যমান উন্নয়ন; প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য ক্যাম্পাস; উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা; শিক্ষাবৃত্তি, অর্থনৈতিক সহায়তা এবং শিক্ষা ঋণ; একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন; গবেষণায় বাজেট বৃদ্ধি; পূর্ণাঙ্গ মেডিকেল সুবিধা; শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো; প্রশাসনিক আধুনিকীকরণ; প্রশাসনিক প্রেস স্থাপন; রেগিং, বোলিং ও রেসিজম প্রতিরোধ; বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ সংস্কার ইত্যাদি।
এর আগে, গত মঙ্গলবার রাতে জাকসু নিয়ে এক বিবৃতির মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা।