× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্লকেড কর্মসূচি স্থগিত, অনশনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আপাতত ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে। এক্ষেত্রে গণঅনশনের মতো কঠোর কর্মসূচিতে যেতে পারেন তারা।

বুধবার (৩০ অক্টোবর) দিনভর ব্লকেড কর্মসূচি পালন শেষে সায়েন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, আপাতত ব্লকেড কর্মসূচি স্থগিত। আগামী শনিবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানানো হবে। সবুজ সংকেত পাওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করবেন তারা। রবিবার থেকে গণঅনশনের কর্মসূচি দেওয়া হতে পারে।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। 

বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না করা পর্যন্ত রাস্তা ছাড়বেন না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড সংলগ্ন সব রাস্তায় যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সাত কলেজের জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় সংস্কার কমিশন গঠন করলেও তা প্রত্যাখ্যান করে সোমবার অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা