× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১১:৪৫ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১২:২৮ পিএম

ডুয়েট শিক্ষার্থী আল আমিন। ছবি : সংগৃহীত

ডুয়েট শিক্ষার্থী আল আমিন। ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শিক্ষার্থীসূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর এদিন রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।

জানা যায়, কয়েক দিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন দায়িত্ব গ্রহণের পর তাদের দেখতে ছুটে যান হাসপাতালে। তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের মরদেহ টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে বাদ জোহর তার নামাজে জানাজা হবে।

তাজউদ্দীন আহমদ হাসপাতালের আরপি ডাক্তার কামরুল ইসলাম বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে শিক্ষার্থীরা এসে তার মরদেহ নিয়ে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা